শার্ক ট্যাংক বাংলাদেশের এন্টারটেইনমেন্ট পার্টনার টিকটক
- প্রযুক্তি ডেস্ক
- ০১ জুন ২০২৪, ০০:০০
বিশ্বের অন্যতম জনপ্র্রিয় রিয়েলিটি শো শার্ক ট্যাংক বর্তমানে ৪০টিরও বেশি দেশে অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশে শার্ক ট্যাংক শুরু হয়েছে চলতি বছরের এপ্র্রিল মাস থেকে। এই উদ্যোগটির সহযোগিতায় আরো আছে সনি পিকচার্স এন্টারটেইনমেন্ট। প্র্রোগ্রামটি সম্প্রচার করা হচ্ছে দীপ্ত টিভি চ্যানেল এবং বঙ্গ প্ল্যাটফর্মে। সম্প্রতি শার্ক ট্যাঙ্কের প্র্রথম সিজনের জন্য এন্টারটেইনমেন্ট পার্টনার হয়েছে টিকটক। শার্ক ট্যাংক প্র্রোগ্রামটির প্র্রযোজনায় আছে বঙ্গ।
এই পার্টনারশিপের আওতায় হ্যাশট্যাগ শার্ক ট্যাংক (#SharkTankBD) ফিচারে প্র্রোগ্রামটির এক্সক্লুসিভ কনটেন্ট দেখা যাবে টিকটকে। হ্যাশট্যাগ হোয়াট টু ওয়াচ (#WhatToWatch) এবং ট্রেন্ডিং বিষয়বস্তুর এর ক্যাটাগরিতে দর্শকরা তা দেখতে পারবে। শার্ক ট্যাংক বাংলাদেশের অফিসিয়াল টিকটক অ্যাকাউন্টটির ইতোমধ্যে এক লাখ ৫০ হাজারেরও বেশি ফলোয়ার রয়েছে।
টিকটকের দক্ষিণ এশিয়ার অঞ্চলের কনটেন্ট অপারেশন প্র্রধান পূজা দত্ত বলেন, ‘স্থানীয় উদ্যোক্তাদের তুলে ধরার লক্ষ্যে শার্ক ট্যাংক বাংলাদেশের সাথে আমরা এই পার্টনারশিপ করেছি। যাদের কাছ থেকে উঠে আসবে অভিনব ও সৃজনশীল সব ধারণা। বাংলাদেশের এই উদ্যোক্তাদের যাত্রার অংশ হতে পেরে আমরা আনন্দিত।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা